শিরোনাম :
এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 8
ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপল আগামী বছর থেকে এআই–চালিত নতুন ডিভাইস বাজারে আনতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডিসপ্লে–সহ স্মার্ট স্পিকার ও হোম–সিকিউরিটি ক্যামেরা।
সবচেয়ে বড় পরিকল্পনা হলো একটি টেবিল–টপ “রোবট” অ্যাসিস্ট্যান্ট, যা ২০২৭ সালে আসবে।
এতে থাকবে প্রাণবন্ত ও কথোপকথন–সক্ষম সিরি। রোবটটি ঘুরে দাঁড়াতে পারবে, ব্যবহারকারীর গতিবিধি অনুসরণ করবে এবং সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেবে।