০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

শিবচরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর- পুত্রবধূ নিহত, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 104

ছবি: সংগৃহীত

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ঘটে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। কুতুবপুর এলাকায় এক ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শ্বশুর ও পুত্রবধূ। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শিবচরের কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুর গ্রামের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং তার পুত্রবধূ ফিরোজা বেগম (২৮), যিনি মামুন বিশ্বাসের স্ত্রী। হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা মাইক্রোবাসে করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিকে আসছিল। শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি এক কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। একই সময়ে পেছন থেকে আরও একটি যাত্রীবাহী বাস এসে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম।

দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাস ও বাসের আরও ১০ যাত্রী। হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, “ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার শিকার সব যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে।”

বিষয় :

নিউজটি শেয়ার করুন

শিবচরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর- পুত্রবধূ নিহত, আহত ১০

আপডেট সময় ০১:২৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ঘটে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। কুতুবপুর এলাকায় এক ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শ্বশুর ও পুত্রবধূ। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শিবচরের কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুর গ্রামের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং তার পুত্রবধূ ফিরোজা বেগম (২৮), যিনি মামুন বিশ্বাসের স্ত্রী। হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা মাইক্রোবাসে করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিকে আসছিল। শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি এক কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। একই সময়ে পেছন থেকে আরও একটি যাত্রীবাহী বাস এসে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম।

দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাস ও বাসের আরও ১০ যাত্রী। হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, “ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার শিকার সব যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে।”