১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

যশোরে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 43

ছবি সংগৃহীত

 

 

যশোরের মণিরামপুরে দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে মনিরামপুর বাজারের তেল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ট্রাক চালক রাজু ও হেলপার এরফান। তারা দুজনেই সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, সাতক্ষীরাগামী একটি মাছ বোঝাই ট্রাক যশোর থেকে ছেড়ে এসে মনিরামপুর বাজারের তেল পাম্প এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অন্য ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চালক রাজু ও হেলপার এরফান প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

ওসি বাবলুর রহমান আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, তেল পাম্প এলাকার আশেপাশে ভারী যানবাহনের অস্থায়ী পার্কিং ও অনিয়ন্ত্রিত গতি প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এই দুর্ঘটনাও তারই একটি দৃষ্টান্ত।

এদিকে দুই প্রাণ হারানোর ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

যশোরে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত

আপডেট সময় ০৩:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

 

যশোরের মণিরামপুরে দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে মনিরামপুর বাজারের তেল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ট্রাক চালক রাজু ও হেলপার এরফান। তারা দুজনেই সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, সাতক্ষীরাগামী একটি মাছ বোঝাই ট্রাক যশোর থেকে ছেড়ে এসে মনিরামপুর বাজারের তেল পাম্প এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অন্য ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চালক রাজু ও হেলপার এরফান প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

ওসি বাবলুর রহমান আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, তেল পাম্প এলাকার আশেপাশে ভারী যানবাহনের অস্থায়ী পার্কিং ও অনিয়ন্ত্রিত গতি প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এই দুর্ঘটনাও তারই একটি দৃষ্টান্ত।

এদিকে দুই প্রাণ হারানোর ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।