হিলি সীমান্তে রেলওয়ের দেয়াল নির্মাণে বিএসএফের বাধা, সাত দিন ধরে কাজ বন্ধ

- আপডেট সময় ১০:১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আপত্তির কারণে রেললাইনের কালভার্টসংলগ্ন ব্যালাস্ট প্রোটেকশন ওয়াল নির্মাণকাজ সাত দিন ধরে বন্ধ রয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান আসেনি, ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগ হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের কাছে কালভার্টসংলগ্ন ব্যালাস্ট প্রোটেকশন ওয়াল নির্মাণের কাজ শুরু করে। তবে বিএসএফ এতে বাধা দেয়। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে জানানো হলে উভয় বাহিনীর মধ্যে বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান না আসায় নির্মাণকাজ এখনো স্থগিত রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের নির্বাহী প্রকৌশলী বীরবল মণ্ডল বলেন, ‘রেলব্রিজের অ্যাপ্রোচ ব্যালাস্ট প্রোটেকশন ওয়াল মূলত ইটের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে, যা প্রায় দুই ফুট উঁচু হবে। এর বেশির ভাগ অংশ মাটির নিচে থাকবে এবং ট্রেন চলাচলের সময় ব্যালাস্ট ধরে রাখার জন্য এটি তৈরি করা হচ্ছে। তবে বিএসএফ বারবার বাধা দেওয়ায় কাজ বন্ধ রয়েছে।’
এ বিষয়ে বিজিবি হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, ‘রেলওয়ের কাজ সীমান্তঘেঁষা হওয়ায় বিএসএফ তা পর্যবেক্ষণ করছে, যা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সীমান্তের ৫০ গজের মধ্যে যেকোনো স্থাপনা নির্মাণ হলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় দরকার।’
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশায় থাকলেও বিএসএফের বাধার কারণে প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।