দহগ্রাম সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করেছে। এটি ঘটে গভীর রাতে, যখন বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে এই স্থাপনা কাজ শুরু করে। বিজিবি বিষয়টি জানতে পেরে তাদের বাধার মুখে কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর, শনিবার (১ মার্চ) বিকেলে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীদের বরাত দিয়ে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাতে বিএসএফ দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে।
ভারতীয়রা প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে এই স্থাপনা নির্মাণে সফল হলেও, বিজিবি তাদের বাধা দিলে কাজ বন্ধ করতে বাধ্য হয়। তবে বিএসএফ নিজেদের সীমান্তে শক্তি বাড়িয়েছে, এবং বিজিবিও পাল্টা টহল ও নজরদারি বৃদ্ধি করেছে।
পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, বিএসএফের এই কার্যক্রমের বিষয়ে পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, “এটি তাদের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।”
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সেখানে কাঁচের বোতল ঝোলানোর ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সে সময় উভয় বাহিনী সীমান্তে শক্ত অবস্থান নেয়। পরে পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠকে বিএসএফ সীমান্তে নতুন স্থাপনা নির্মাণ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, এবার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে বিএসএফ আবারও নতুন স্থাপনা করেছে।