ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহজালালে ২ যাত্রীর কাছ থেকে ৩১ মোবাইল জব্দ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি খেলা সম্প্রচার করতে। যে কারণে সিরিজটি বিটিভিতে দেখানোর সিদ্ধান্ত হয়েছে। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প চার বিয়ে করে বিপাকে বৃদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে থানায় দেখা গুলশানে বন্ধ ব্যাটারি রিকশা, প্রতিবাদে চালকদের মিছিল বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণের কাছে অগ্রহণযোগ্য: জামায়াত আমীর সিরিয়ায় সেনা হ্রাস করছে যুক্তরাষ্ট্র, আইএস দমনে কৌশলগত পরিবর্তন বাংলাদেশ–তুরস্ক ঐতিহাসিক বৈঠক: বাংলাদেশকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায় তুরস্ক লবণাক্ত জমিতে বিনা চাষে সূর্যমুখীতে সফলতা, কৃষকদের মুখে হাসি বিচার বিভাগীয় কর্মচারীদের দুই দফা দাবি, ৫ মে কর্মবিরতির হুঁশিয়ারি

পার্বত্য আদিবাসীদের প্রধান ‘বিজু’ উৎসব তিন দিন ব্যাপি আজ থেকে শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ৫১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

 

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বসবাসরত আদিবাসীদের সবচেয়ে বড় সামাজিক উৎসব হলো বিঝু। প্রতি বছর এই উৎসবকে ঘিরে পাহাড়ে এক অন্যরকম আনন্দের বন্যা বয়ে যায়।

বিঝু উৎসব সাধারণত বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তির শেষ দুই দিন ও পহেলা বৈশাখ পালিত হয়। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবে পাহাড়জুড়ে চলে নানা আয়োজন। আদিবাসীরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও, তাদের উৎসব, বিয়ে, নতুন বাড়ি নির্মাণ কিংবা জুম চাষের ফসল তোলার মতো বিশেষ অনুষ্ঠানে এখনো আদিধর্ম ‘প্রতি পূজার’ কিছু রীতি পালন করে আসছে।

বিঝু উৎসবের তিনটি দিন:

ফুল বিঝু: এটি বিঝুর প্রথম দিন। এদিন পার্বত্যবাসীরা তাদের ঘরবাড়ি পরিষ্কার করে ফুল ও লতাপাতা দিয়ে সাজায়। শিশু-কিশোররা ভোরে পাহাড়ি নদী বা ছড়ায় স্নান করে। এরপর সূর্যোদয়ের সময় পানির দেবতার উদ্দেশ্যে কলাপাতায় বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে পূজা দেওয়া হয়। বৌদ্ধ মন্দিরেও পূজা-অর্চনা করা হয়। ছোট ছেলেমেয়েরা বাড়ি বাড়ি ঘুরে বড়দের আশীর্বাদ নেয়। বৌদ্ধ ভিক্ষুদের নতুন গেরুয়া কাপড় দেওয়া হয় এবং গৃহপালিত পশু-পাখিদের স্নান করানো হয়।

মূল বিঝু: এটি বিঝুর দ্বিতীয় দিন। এদিন সবাই নতুন পোশাক পরে এবং দল বেঁধে বিভিন্ন বাড়ি ঘুরে পাহাড়ি খাবার, পিঠা খায়।
বিঝু উৎসবের অন্যতম আকর্ষণ হলো ‘পাজন’ নামক বিশেষ সবজি। এতে ৩৬ রকমের পদ থাকে, তবে কমপক্ষে ২০টি পদ থাকতেই হয়।
পাজনে বুনো আলু, শুটকি, চিংড়ি, কাঁঠাল, বিভিন্ন ধরনের সবজি এবং ‘সিদোল’ নামক শুটকি মাছের পেস্ট ব্যবহার করা হয়। যে বাড়িতে সবচেয়ে বেশি পদের পাজন রান্না করা হয়, বিঝুর সময় সেই বাড়ির সুনাম ছড়িয়ে পরে। গজ্যাপজ্যা:(নুও বজর) এটি বিঝুর তৃতীয় দিন।
এই দিনে সকাল সকাল সকল প্রাণী মঙ্গল এর জন্য এবং পারিবারিক এবং সামাজিক ও পৃথিবী হিতসূখ মঙ্গলের উদ্দেশ্য নিয়ে ধর্মীয় গুরু ভান্তের নিকট প্রার্থনা করা হয়। এই দিনে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে। এই দিনে তারা একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেয়।

বিঝু উৎসবের তাৎপর্য:

বর্ষবিদায় ও নববর্ষ বরণ: এই উৎসবের মাধ্যমে পুরনো বছরের দুঃখ-কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। ঐক্য ও সম্প্রীতি: এই উৎসব সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। সংস্কৃতির প্রতিফলন: এই উৎসবে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও রীতিনীতি তুলে ধরে।

নিউজটি শেয়ার করুন

পার্বত্য আদিবাসীদের প্রধান ‘বিজু’ উৎসব তিন দিন ব্যাপি আজ থেকে শুরু

আপডেট সময় ০৯:৫৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

 

 

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বসবাসরত আদিবাসীদের সবচেয়ে বড় সামাজিক উৎসব হলো বিঝু। প্রতি বছর এই উৎসবকে ঘিরে পাহাড়ে এক অন্যরকম আনন্দের বন্যা বয়ে যায়।

বিঝু উৎসব সাধারণত বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তির শেষ দুই দিন ও পহেলা বৈশাখ পালিত হয়। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবে পাহাড়জুড়ে চলে নানা আয়োজন। আদিবাসীরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও, তাদের উৎসব, বিয়ে, নতুন বাড়ি নির্মাণ কিংবা জুম চাষের ফসল তোলার মতো বিশেষ অনুষ্ঠানে এখনো আদিধর্ম ‘প্রতি পূজার’ কিছু রীতি পালন করে আসছে।

বিঝু উৎসবের তিনটি দিন:

ফুল বিঝু: এটি বিঝুর প্রথম দিন। এদিন পার্বত্যবাসীরা তাদের ঘরবাড়ি পরিষ্কার করে ফুল ও লতাপাতা দিয়ে সাজায়। শিশু-কিশোররা ভোরে পাহাড়ি নদী বা ছড়ায় স্নান করে। এরপর সূর্যোদয়ের সময় পানির দেবতার উদ্দেশ্যে কলাপাতায় বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে পূজা দেওয়া হয়। বৌদ্ধ মন্দিরেও পূজা-অর্চনা করা হয়। ছোট ছেলেমেয়েরা বাড়ি বাড়ি ঘুরে বড়দের আশীর্বাদ নেয়। বৌদ্ধ ভিক্ষুদের নতুন গেরুয়া কাপড় দেওয়া হয় এবং গৃহপালিত পশু-পাখিদের স্নান করানো হয়।

মূল বিঝু: এটি বিঝুর দ্বিতীয় দিন। এদিন সবাই নতুন পোশাক পরে এবং দল বেঁধে বিভিন্ন বাড়ি ঘুরে পাহাড়ি খাবার, পিঠা খায়।
বিঝু উৎসবের অন্যতম আকর্ষণ হলো ‘পাজন’ নামক বিশেষ সবজি। এতে ৩৬ রকমের পদ থাকে, তবে কমপক্ষে ২০টি পদ থাকতেই হয়।
পাজনে বুনো আলু, শুটকি, চিংড়ি, কাঁঠাল, বিভিন্ন ধরনের সবজি এবং ‘সিদোল’ নামক শুটকি মাছের পেস্ট ব্যবহার করা হয়। যে বাড়িতে সবচেয়ে বেশি পদের পাজন রান্না করা হয়, বিঝুর সময় সেই বাড়ির সুনাম ছড়িয়ে পরে। গজ্যাপজ্যা:(নুও বজর) এটি বিঝুর তৃতীয় দিন।
এই দিনে সকাল সকাল সকল প্রাণী মঙ্গল এর জন্য এবং পারিবারিক এবং সামাজিক ও পৃথিবী হিতসূখ মঙ্গলের উদ্দেশ্য নিয়ে ধর্মীয় গুরু ভান্তের নিকট প্রার্থনা করা হয়। এই দিনে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে। এই দিনে তারা একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেয়।

বিঝু উৎসবের তাৎপর্য:

বর্ষবিদায় ও নববর্ষ বরণ: এই উৎসবের মাধ্যমে পুরনো বছরের দুঃখ-কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। ঐক্য ও সম্প্রীতি: এই উৎসব সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। সংস্কৃতির প্রতিফলন: এই উৎসবে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও রীতিনীতি তুলে ধরে।