০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 96

ছবি: সংগৃহীত

 

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন ও ন্যায়বিচার-এই চারটি বিভাগে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম চলবে।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, বদরুননেসা, ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমীর কলেজকে স্কুল অব বিসনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে রূপান্তর করা হবে।

মজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য ও একজন প্রক্টর থাকবেন। এছাড়া সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড; যেখানে ৪০% অনলাইন এবং ৬০% অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। সব ধরনের পরীক্ষা সশরীরে নেওয়া হবে। ইন্টারডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রথম চারটি সেমিস্টারে নন-মেজর কোর্স করবে এবং পরবর্তী চারটি সেমিস্টারে ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স পড়বে। পঞ্চম সেমিস্টারে নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবে। তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না। একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে। চলতি বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। বর্তমান অবকাঠামো ব্যবহার করেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই উচ্চমান বজায় রাখা হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়।

নিউজটি শেয়ার করুন

সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

আপডেট সময় ০৪:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

 

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন ও ন্যায়বিচার-এই চারটি বিভাগে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম চলবে।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, বদরুননেসা, ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমীর কলেজকে স্কুল অব বিসনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে রূপান্তর করা হবে।

মজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য ও একজন প্রক্টর থাকবেন। এছাড়া সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড; যেখানে ৪০% অনলাইন এবং ৬০% অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। সব ধরনের পরীক্ষা সশরীরে নেওয়া হবে। ইন্টারডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রথম চারটি সেমিস্টারে নন-মেজর কোর্স করবে এবং পরবর্তী চারটি সেমিস্টারে ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স পড়বে। পঞ্চম সেমিস্টারে নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবে। তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না। একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে। চলতি বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। বর্তমান অবকাঠামো ব্যবহার করেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই উচ্চমান বজায় রাখা হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়।